হাইলাইটস
টেস্ট চ্যাম্পিয়নশিপে রুটের ৬০০০ রানের মাইলফলক

স্পোর্টস ডেস্ক:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) প্রথম ব্যাটার হিসেবে ৬০০০ রান পূর্ণ করেছেন ইংল্যান্ডের জো রুট। ভারতের বিপক্ষে চলমান ওভাল টেস্টে চতুর্থ দিনে এই কীর্তি গড়েন তিনি।
দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান রুট, আর সেই শটেই তার ডব্লিউটিসি রান সংখ্যা ছুঁয়ে ফেলে ৬০০০।
৬৯ ম্যাচে ২০টি সেঞ্চুরি ও ২২টি ফিফটির মাধ্যমে তিনি এই মাইলফলকে পৌঁছান। তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, লাবুশেন, স্টোকস ও ট্রাভিস হেড।
এছাড়া সাম্প্রতিক সময়ে রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে হয়েছেন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
বর্তমানে ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও, দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন এই অভিজ্ঞ ব্যাটার।