বিনোদন

‘কুলি’র ট্রেলারে ঝড় তুললেন রজনীকান্ত-আমির

লোকেশ কানাগরাজের ‘কুলি’ সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। কিছুদিন আগে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এলে তা নিয়ে সোশ্যালে উন্মাদনা শুরু হয়ে যায়।

এর মধ্যেই গতকাল উন্মুক্ত হয়েছে সিনেমাটির ট্রেলার, যা দর্শকের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ট্রেলারকে ঘিরে অন্তর্জালে ঝড় উঠেছে।

‘কারো জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়’—মনোলগ দিয়ে শুরু হয় সিনেমাটির ট্রেলার। মিনিট ২ সেকেন্ডের ট্রেলারটিতে অ্যাকশন রূপে দেখা দেন রজনীকান্ত। শুধু তা-ই নয়, এক ঝলকে ফ্রেমে ধরা দেন আমির খান, দক্ষিণী তারকা নাগার্জুনা ও সত্যরাজ।

ট্রেলার শেয়ার করে এক্সে এক ভক্ত লিখেছেন, ‘রজনীকান্ত বোঝালেন তিনি এখনো ফুরিয়ে যাননি।

এই বয়সেও এমন পারফরম্যান্স!’ আরেক ভক্ত লিখেছেন, ‘লোকেশ আর রজনীকান্ত যখন একসঙ্গে হন, কী হতে পারে সেটারই আভাস পাওয়া গেল।’
এর আগে ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’র মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন লোকেশ কানাগরাজ, যার কারণে তার এ সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে বইছে উন্মাদনা, আলোচনা তো রয়েছেই।

প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রজনীকান্ত ছাড়াও ছবিতে রয়েছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসান।

Back to top button