পাহাড়ধসে মারিশ্যা-দিঘীনালা সড়কে যান চলাচল বন্ধ

টানা বর্ষণে পাহাড়ধসে বন্ধ হয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘীনালা সড়কে যান চলাচল।
রোববার (৩ আগস্ট) ভোর থেকে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে গতকাল শনিবার গভীর রাতে বৃষ্টির কারণে পাহাড়ধসের ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলার সঙ্গে জেলা সদরসহ ঢাকা-চট্টগ্রামে সড়কপথে যোগাযোগের একমাত্র পথ মারিশ্যা-দীঘিনালা সড়ক।
উপজেলার ৯ ও ১৪ কিলো নামক স্থানে পাহাড় ধসের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঘাইছড়ির সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ।
খবর পেয়ে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে ভারি বৃষ্টির কারণে মাটি অপসারণে ব্যবহৃত যন্ত্রপাতি পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাকসুদুর রহমান বলেন,“মারিশ্যা-দিঘীনালা সড়কের ৯ ও ১৪ কিলো এলাকায় পাহাড়ধস হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। পানি ও কাদার কারণে ইকুইপমেন্ট পৌঁছাতে একটু সময় লেগেছে। আশা করছি দুপুরের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।”
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আখতার জানান,“পাহাড়ধসের বিষয়টি আমরা জানার পরপরই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ একযোগে কাজ শুরু করেছে। দ্রুতই সড়ক চালু হবে বলে আশা করছি।”
উল্লেখ্য, বর্ষা মৌসুমে পাহাড়ধস রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি জনজীবনেও বিরূপ প্রভাব পড়ে।