বিয়ে করতে যাওয়ার পথে বরের মৃত্যু
বিয়ের দিন সকালে বাদ্যযন্ত্রের সুরে সাজানো হয়েছিল বরের বিদায়। কিন্তু সন্ধ্যা নামতেই থেমে গেল সবকিছু। নারায়ণগঞ্জে কনের বাড়িতে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বর অমিত কুমার সরকার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের অমিত কুমার সরকারের (বয়স আনুমানিক ৩০)। তিনি প্রবাসী দিলীপ সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে অমিতের বিয়ে ঠিক ছিল। বিয়ের উদ্দেশ্যে কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দেশে ফেরেন। বুধবার ছিল গাঁয়ে হলুদের আয়োজন। আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধুতি-পাঞ্জাবি পরে মাথায় মুকুট ও কপালে চন্দনের ফোঁটা নিয়ে বর সাজেন অমিত। সন্ধ্যায় ডুমুরিয়া গ্রাম থেকে গাড়িবহর নিয়ে বরযাত্রা রওনা হয় নারায়ণগঞ্জের উদ্দেশে। রাত ১০টার দিকে চান্দিনা উপজেলার গৌরীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অমিতের বুকে তীব্র ব্যথা অনুভব হয়।
তাকে তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্বজনদের ভাষ্য মতে, তিন বছর আগে ঘুমের মধ্যেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অমিতের ছোট ভাই আশিক সরকার। সেই শোক ভুলে অমিতকে ঘিরেই জীবন সাজাতে চেয়েছিলেন বাবা দিলীপ সরকার ও মা রাধা রাণী সরকার। কিন্তু এবার সেই সন্তানকেও হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছেন তারা।
বরযাত্রীর সঙ্গী এবং প্রতিবেশী গুরুপদ সরকার বলেন, “আমি বরযাত্রীর গাড়িবহরে ছিলাম। আমরা সামনে চলে যাই। কিছুক্ষণ পর অমিতের গাড়ির চালক ফোন করে বলেন, ‘বর অসুস্থ, ফিরে আসেন।’ পরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
অমিতের মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।