কাপ্তাই

শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা উন্মুক্ত

ছবি:সংগৃহীত

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর উন্মুক্ত হলো কাপ্তাই হ্রদের মাছ ধরার কার্যক্রম। শনিবার (৩ আগস্ট) মধ্যরাত থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয়েছে।

রোববার (৪ আগস্ট) থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে ১ মে থেকে তিন মাসের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী সফলভাবে প্রজনন মৌসুম শেষ হওয়ায় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “প্রতিবছরের মতো এবারও হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে তিন মাসের জন্য মাছ আহরণ নিষিদ্ধ ছিল। হ্রদে পানি বেড়ে যাওয়ার পাশাপাশি বিএফডিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

তিনি আরও জানান, হ্রদের মাছসম্পদ টেকসই রাখতে ভবিষ্যতেও এই মৌসুমি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button