জাতীয়

“ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা” — প্রত্যাশা মির্জা ফখরুলের

জাতীয় নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন—”আপনি লন্ডনে গিয়ে তারেক রহমান ও দেশবাসীকে কথা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। আপনি কথা রাখবেন বলে আশা করি। দেশের জনগণ সেটাই চায়।”

মির্জা ফখরুল বলেন,”জুলাই-আগস্টের আন্দোলনে শত শত প্রাণ গেছে। শহীদ জাফরুলের মা যখন বলছিলেন, তখন চোখের পানি ধরে রাখতে পারিনি। তাঁর ছেলে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, কিন্তু খুনি হাসিনা হতে দেয়নি। পুলিশ গুলি চালিয়ে অনেক তরুণের স্বপ্ন শেষ করে দিয়েছে।”

তিনি আরও বলেন—”এই সরকার দেশে রাতের ভোট চালু করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে। নতুন বাংলাদেশ গড়তে হবে, যেখানে নিজের ভোট নিজেই দিতে পারবে।”

তারেক রহমানের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়ে বিএনপির মহাসচিব এ সময় জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন, এবং জনগণের কল্যাণে কাজ করবেন।
“আগামী দিনের লড়াই হবে মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াই। সমতার ভিত্তিতে দেশ চলবে,”—বলেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নিহত ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা, মীর মোস্তাফিজুর রহমান বলেন”আমার ছেলেকে পুলিশ ও আওয়ামী লীগের হায়েনারা গুলি করে হত্যা করে। হত্যার পর লাশ গুম করতে চেয়েছিল। পরে অনেক চেষ্টায় তুরাগের বামনারটেক কবরস্থানে দাফন করতে হয়েছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এবং সঞ্চালনা করেন সদস্যসচিব হাজি মো. মোস্তফা জামান।

Related Articles

Back to top button