বিনোদন

রাজনৈতিক রূপে সালমান খান! কিন্তু সত্যিটা অন্য কিছু

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল হয়ে ওঠে বলিউড সুপারস্টার সালমান খান-এর একটি ছবি, যেখানে তাকে সাদা পোশাক ও নেহরু কোট পরে দুই হাত তুলে জনতার উদ্দেশে সালাম জানাতে দেখা যায়। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটির ক্যাপশনে লেখা, ‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে’।

ছবিটি সামনে আসার পর অনেকেই ধরে নেন, হয়তো সালমান খান রাজনীতিতে যোগ দিচ্ছেন। ভারতের বিনোদন অঙ্গনে অনেক তারকাই অতীতে রাজনীতিতে সক্রিয় হয়েছেন— কেউ হয়েছেন সংসদ সদস্য, কেউবা মন্ত্রী। ফলে গুঞ্জন আরও তীব্র হয়।

তবে পরে জানা যায়, এটি ‘বিগ বস ১৯’ রিয়েলিটি শো-এর প্রচারণার অংশমাত্র।
সম্প্রতি জিও হটস্টার প্রকাশ করেছে ‘বিগ বস ১৯’-এর অফিসিয়াল টিজার। এবারের মৌসুমের থিম ‘ঘরওয়ালো কি সরকার’, যেখানে ভোট ও রাজনীতির ধাঁচে উপস্থাপন করা হয়েছে ঘরের শাসনব্যবস্থা।

নতুন নিয়ম অনুযায়ী, ঘরের নিয়ম-কানুন, শাস্তি ও সিদ্ধান্ত এককভাবে ‘বিগ বস’ নন, বরং প্রতিযোগীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে নির্ধারিত হবে।

এই অভিনব ধারণা দর্শকের কাছে পৌঁছে দিতেই সালমান খানকে রাজনৈতিক নেতার রূপে তুলে ধরা হয়েছে। তবে শোয়ের প্রকৃত রূপে সালমান আগের মতোই থাকছেন— কেবল ভিন্ন ঢঙে।

প্রচারে আসছে ‘বিগ বস ১৯’

আগামী ২৪ আগস্ট থেকে জিও সিনেমা ও কালারস টিভিতে শুরু হবে ‘বিগ বস ১৯’-এর সম্প্রচার।

এবার প্রতিযোগী হিসেবে থাকবেন ১৫ জন, যাদের মধ্যে থাকবেন ছোট পর্দার পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বাস্তব জীবনের কিছু জুটি।

২০১২ সাল থেকে নিয়মিতভাবে ‘বিগ বস’ উপস্থাপনা করছেন সালমান খান। তবে এবার তাকে পুরো মৌসুমজুড়ে দেখা যাবে না—
সিজনের প্রথম তিন মাস উপস্থাপনায় থাকবেন সালমান, তারপর বিরতি নিয়ে গ্র্যান্ড ফিনালেতে ফিরে আসবেন।
তার অনুপস্থিতিতে শো উপস্থাপনার দায়িত্বে থাকবেন ফারাহ খান, করণ জোহর এবং অনিল কাপুর

Back to top button