দেশান্তর

ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচন, সামরিক জান্তার ‘নির্বাচনী চাল’ নিয়ে উদ্বেগ

জরুরি অবস্থা প্রত্যাহার করে গঠিত অন্তর্বর্তী সরকার, ক্ষমতা রেখে দিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং

মিয়ানমারে আসছে ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার দেশটির দীর্ঘমেয়াদী জরুরি অবস্থা প্রত্যাহার করে গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার।

তবে বিশ্লেষকদের মতে, এ নির্বাচন সেনাবাহিনীর ক্ষমতা আরও পাকাপোক্ত করার একটি কৌশল মাত্র। বাস্তবিক অর্থে রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো পরিবর্তন ঘটেনি। সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও তার হাতে এখনও রয়েছে সর্বময় ক্ষমতা। তিনি একই সঙ্গে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন।

নতুন সরকারে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাপ্রধানের ঘনিষ্ঠ ও সেনাবাহিনীর অর্থনৈতিক সাম্রাজ্যের শীর্ষ কর্মকর্তা নেও সো।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’-এর খবরে জানানো হয়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের সময় জারিকৃত ক্ষমতা হস্তান্তরের আদেশ বাতিল করে নতুন প্রশাসন গঠন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে।

এদিকে বিরোধী দলগুলো আগেই ঘোষণা দিয়েছে যে তারা এই নির্বাচন বর্জন করবে। অনেকে জানিয়েছেন, এটি স্রেফ সেনাবাহিনীর ‘নির্বাচনী নাটক’।

অং সান সু চির সরকার উৎখাতের পর থেকে দেশটিতে এক বহুমাত্রিক গৃহযুদ্ধ চলছে, যা এখনও অব্যাহত। বর্তমানে জান্তা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ২১ শতাংশ এলাকা, বাকি ৭৯ শতাংশ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে।

নির্বাচন সামনে রেখে আরও বড় ধরনের সংঘাত ও রক্তপাতের আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

Related Articles

Back to top button