বান্দরবানপ্রধান খবররুমা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

রুমা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রুমায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রুমা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলটন আবাসিকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রুমা উপজেলা যুবদলের আহ্বায়ক লালকিম লিয়ান বম। সভায় প্রধান অতিথি ছিলেন রুমা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা জনমনি ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অংথোয়াইচিং মারমা, চসিংনু মারমা, যুবদলের সদস্য সচিব মংক্যচিং মারমা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা, ছাত্রদলের সাধারণ সম্পাদক অংবাচিং মারমা এবং কৃষক দলের সভাপতি সরবত আলী।

বক্তারা বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে অবৈধভাবে ক্ষমতায় থাকা গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। রুমায় আওয়ামী লীগের নামে যে ভয় ও দমননীতির রাজত্ব কায়েম করা হয়েছে, তা জনগণ আর মেনে নেবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের এর আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও,,এমন শ্লোগানে মুখরিত করে তোলেন রুমা বাজার এলাকা। শ্লোগানগুলোয় মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

উল্লেখ্য, এলাকাবাসী বলছেন, সম্প্রতি স্থানীয় রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই বিক্ষোভ কর্মসূচি তারই ধারাবাহিক প্রকাশ। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

Related Articles

Back to top button