খাগড়াছড়িতে ২৭ দলের অংশগ্রহণে অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে রঙিন আয়োজনে খাগড়াছড়িতে শুরু হয়েছে মাসব্যাপী “কেজিসি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট”। জেলার ইতিহাসে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ২৭টি দল।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক ও জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজসহ ক্রীড়াসংশ্লিষ্ট অতিথিবৃন্দ।
উদ্বোধনী দিনের খেলায় তরুণ ক্রিকেটার ও দর্শকদের উৎসাহে মুখর হয়ে ওঠে সদর মাঠ। খেলোয়াড়রা জানান, এমন আয়োজন তাদের মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রাখবে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।
অতিথিরা বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে।
আয়োজক মাহাবুব আলম জানান, “এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার সেরা প্রতিভাবান কিশোর ক্রিকেটারদের বাছাই করা হবে, যাদের পরবর্তী সময়ে জেলা ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া হবে।”
খাগড়াছড়ির তরুণদের হাতে এখন ব্যাট-বল—স্বপ্ন জাতীয় দলে খেলার। ‘কেজিসি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট’ হয়তো সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ।






