খাগড়াছড়িপানছড়ি

খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়নের মাল্টিপারপাস ট্রেনিং সেডে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল মুহাম্মদ সাদুকুর রহমান, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল (জিএস) আতিকুর রহমান, ৩২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন এবং পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

প্রধান অতিথি কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন,“পাহাড়ের কঠিন ভৌগোলিক বাস্তবতায়ও পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের ভূমিকা অনন্য ও প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে লে. কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, “৭৭ বছরের গৌরবময় ইতিহাস নিয়ে ৩ বিজিবি ব্যাটালিয়ন সবসময় দেশ ও জনগণের সেবায় অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এই ঐতিহ্য ও দায়িত্ববোধ বজায় রাখবে।”

অনুষ্ঠান শেষে কেক কাটা ও বিজিবি সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

দীর্ঘ ৭৭ বছরের ঐতিহ্য, গৌরব ও সেবার ধারাবাহিকতায় পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের এই প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে ওঠে দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের এক অনুপ্রেরণামূলক মিলনমেলা।

Related Articles

Back to top button