খাগড়াছড়ি সদরপ্রধান খবর
ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
“মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত ৫ দফা দাবিতে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা শহরের আদালত চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা নিরসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবিত ৫ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।
নেতারা আরও বলেন, “রাজনৈতিক সংকট নিরসন, দুর্নীতি দমন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সরকার অবিলম্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত ৫ দফা বাস্তবায়নের ঘোষণা দিক।”






