Uncategorizedপ্রধান খবররাঙামাটিরাজস্থলী

বাঙ্গালহালিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: ইসকন নিষিদ্ধের দাবি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে বাঙ্গালহালিয়া বাজারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রীছাউনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, ইসকন সংস্থার কিছু কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা সরকারের কাছে সংগঠনটির কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজস্থলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক ফোরকান, মাওলানা আব্দুল কাদের, মাওলানা ফজলুল করিম, মাওলানা শাহেদসহ স্থানীয় ধর্মীয় নেতা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বক্তারা ইসলাম ও মুসলমানদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ উপায়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

Related Articles

Back to top button