খাগড়াছড়িতে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস উদযাপন
‘আমি মেয়ে, আমিই পরিবর্তনের পথপ্রদর্শক: সংকটের সম্মুখসারিতে মেয়েরা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনডিপি’র জেলা ফোকাল অংক্যছেন মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ, জয়া ত্রিপুরা, মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী।
বক্তারা বলেন, “এখন সময় মেয়েদের সীমাহীন সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে তাদের নেতৃত্বের অধিকার প্রতিষ্ঠার। মেয়েরা আজ শুধু ভবিষ্যতের আশা নয়, বর্তমান বিশ্বের পরিবর্তনেরও অগ্রদূত।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।