রাজস্থলী

রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: হাত ধোয়ার নায়ক হন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান এবং সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকাশ দেব বর্মণ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমরান খান বলেন,“বর্তমান সময়ে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার গুরুত্ব অনস্বীকার্য। হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ থেকে নিজেদের এবং পরিবারকে নিরাপদ রাখা সম্ভব।”

তিনি আরও বলেন,“শিশুদের মধ্যে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, বিএনপি সভাপতি মাস্টার খলিলুর রহমান, জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া, সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস প্রাণবন্তভাবে উদযাপিত হয়।

Related Articles

Back to top button