রাজস্থলী

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ হেল আল মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামের আমির মৌলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল নোমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, পল্লী সঞ্চয় কর্মকর্তা রতন দেব, এবং যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়তম চাকমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন,“বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রায় প্রতি বছরই কোথাও না কোথাও বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস বা ভূমিকম্পে মানুষের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকা, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।”

আরও বলা হয়,“দুর্যোগ আসলে শুধুমাত্র সরকারের একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। জনগণকে সচেতন করতে হবে, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে প্রস্তুতি নিতে হবে। একমাত্র সম্মিলিত প্রয়াসই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে।”

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button