বান্দরবান সদরপ্রধান খবর

বান্দরবানে হরতাল প্রত্যাহার করল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

প্রশাসনের আশ্বাসে আট দফা দাবি আদায়ে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) ডাকা সকাল সন্ধ্য হরতাল প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংগঠনটির নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল, রাজার সনদ বাতিল, সেনাক্যাম্প পুনঃস্থাপনসহ আট দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আবু তালেব, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালাল, জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুররুল আবছারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠক শেষে কাজী মো. মজিবুর রহমান বলেন, “জেলা প্রশাসনের আহ্বানে আমরা সম্মেলন কক্ষে বৈঠকে অংশ নিয়েছি। প্রশাসন আমাদের আট দফা দাবি দ্রæত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ১৩ অক্টোবরের হরতালের কর্মসূচি প্রত্যাহার করছি।”

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহ জালাল বলেন, ‘এই মাসের মধ্যে পুনরায় আলোচনা সাপেক্ষে যৌক্তিক দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। এজন্য আগামীকালের হরতাল প্রত্যাহার করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে আবারও হরতাল আহ্বান করা হবে।’

Related Articles

Back to top button