বান্দরবানরোয়াংছড়ি

রোয়াংছড়ির তারাছা খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়িতে তারাছা খাল থেকে উবাচিং মারমা (৪০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক – উপজেলার শীলবান্ধা গ্রামে ক্যসাচিং মারমার ছেলে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গতকাল রাতে গ্রামের বৌদ্ধ বিহারে ঘুমাতে গিয়েছিলেন। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে চলে যান। পরে বিহারে পরিবার ও স্থানীয়রা দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। সকালে শিলবান্ধা গ্রামের কীনারে তারাছা খালের উপর যুবকের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছেন, সে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সে সময় তার মৃগ রোগটি দেখা দিলে খালের পানিতে পড়ে যান।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম সাকের আহমেদ জানান, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইন প্রক্রিয়া চলমান রয়েছে ।

Back to top button