খাগড়াছড়ি সদর

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও অনুদান বিতরণ

সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জেলা সদরের ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে ২৭ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন—“সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসন সবসময় আছে। আপনাদের ক্ষতি পুরোপুরি পুষিয়ে দেওয়া সম্ভব না হলেও এই অনুদান কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস যোগাবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা।

Related Articles

Back to top button