বান্দরবান সদরপ্রধান খবর

বিসর্জনের মধ্যে দিয়ে বান্দরবানে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বান্দরবানের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে । শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উজানীপাড়া সাংগু নদীর ঘাটে গিয়ে শেষ হয়।

এদিকে সকালে পূজা মণ্ডপগুলোতে একে অপরকে সিঁদুর পরিয়ে বিজয়া উদযাপন করেন। পরে বিকেলে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমাগুলো সাংগু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার বান্দরবানের ৭টি উপজেলায় মোট ৩২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে।

Related Articles

Back to top button