রুমা

রুমায় প্রবারণা উৎসব উপলক্ষে জেলা পরিষদের অনুদান

বান্দরবানের রুমায় বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বিহার, উৎসব উদযাপন কমিটি ও ব্যক্তিগত আবেদনকারীদের মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। তিনি বলেন, “বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এই সহযোগিতা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুমা প্রেসক্লাব সভাপতি শৈহ্লাচিং মারমা, কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির সভাপতি উক্যসিং মাস্টার, বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সহ-সভাপতি চথোয়াইপ্রু মারমা, যুবনেতা থুইনুমং মারমা ও মংক্য মারমা প্রমুখ।

উক্যসিং মাস্টার জানান, এবারের উৎসবকে ঘিরে চার দিনব্যাপী নানা আয়োজন থাকবে— ঐতিহ্যবাহী রথযাত্রা, ফানুস উড়ানো, লোকনাট্য পাংখুং প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান।

আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। প্রতিবছরের মতো এবারও বৌদ্ধ সম্প্রদায় ছাড়াও পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর মিলনমেলায় পরিণত হবে প্রবারণা উৎসব।

Related Articles

Back to top button