বান্দরবান সদর

তথ্য অধিকার দিবস উপলক্ষে বান্দরবানে সভা

“পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ” স্লোগানকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং গ্রাউসের সহযোগিতায় জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ডিজিটাল যুগে এসে আমরা তথ্যের অধিকারকে নতুনভাবে ভাবছি। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার হোক অবারিত ও বস্তুনিষ্ঠ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অংচমং মার্মা, জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, গ্রাউসের উপ নির্বাহী পরিচালক চিন্ময় মুরং, ক্ষমতায়ন প্রকল্পের সহকারী মনিটরিং, মূল্যায়ন ও শিক্ষা কর্মকর্তা ক্যনুমং মার্মা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Related Articles

Back to top button