বান্দরবানে বাগানবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
বান্দরবানের একটি বাগানবাড়ি থেকে হৃদয় দে (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল দে’র ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা সদর উপজেলার হাফেজঘোনা এলাকার একটি বাগান বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় দে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বুধবার রাতে মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চান তিনি। এতে বাবার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে টাকা না পেয়ে অভিমানে বাসা ছেড়ে চলে যান হৃদয়। রাতের কোনো একসময় তিনি হাফেজঘোনার একটি নির্জন বাগানবাড়িতে গিয়ে কাঠের রেলিংয়ের সঙ্গে নিজের প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।