খাগড়াছড়ি সদরপ্রধান খবর

খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা মাঠে কাজ করছে।

জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা এবং জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ে কোনো সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও জনসমাগম নিষিদ্ধ থাকবে।

এর আগে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারে দিনব্যাপী অবরোধ পালিত হয়। এতে খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোর থেকে বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। পাহাড়িদের অভিযোগ, এ সময় সদর উপজেলা প্রাঙ্গণের কাছে তাদের ওপর হামলা হয়, এতে দুজন আহত হন।

ঘটনার পরপরই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

অন্যদিকে ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, হামলাকারীদের গ্রেফতার এবং আহতদের সুচিকিৎসার দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।

Related Articles

Back to top button