খাগড়াছড়ি সদরপাহাড়ের রাজনীতি

খাগড়াছড়িতে ধর্ষণ ও সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালায় এক শিক্ষার্থীকে ধর্ষণ এবং পরবর্তীতে প্রতিবাদ সমাবেশ চলাকালে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন ও জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান বলেন, “ধর্ষণ ও নারী নির্যাতন নৈতিক অবক্ষয়ের চরম উদাহরণ। সাম্প্রতিক ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদানের দাবি জানাই।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশ চলাকালে সেনাবাহিনীর গাড়িতে হামলা ও সেনা সদস্যদের ওপর আক্রমণ গভীর উদ্বেগজনক। এ ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।”

জামায়াত নেতারা সেনাবাহিনীর ওপর হামলাকারীদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পাহাড়ে স্থায়ী শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে সকল সম্প্রদায়ের নাগরিকদের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Related Articles

Back to top button