খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ
খাগড়াছড়ি প্রতিনিধি : দেশব্যাপী আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সামনে রেখে খাগড়াছড়িতে সাংবাদিকদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।
জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) সৈয়দ এ মু’মেন। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকবৃন্দ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান
ওরিয়েন্টেশন ওয়ার্কশপে জানানো হয়, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে একযোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। বক্তারা বলেন, “টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি। এই ক্যাম্পেইন সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।”
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত টিকাদান কার্যক্রম পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ওয়ার্কশপে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন এবং এ কার্যক্রমকে সফল করতে সংবাদমাধ্যম সর্বাত্মক সহযোগিতা করবে।






