বান্দরবানের রোয়াংছড়িতে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) নামে এক টমটম চালককে হত্যার ঘটনায় রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহীদুল্লাহ কাউছার এ তথ্য জানান।
গ্রেফতারকৃত রাজন্ত তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিরি পূর্ণবাসন পাড়ার বাসিন্দা দানিয়েল ত্রিপুরার ছেলে। এ ঘটনায় আরেক আসামি দানিয়েল ত্রিপুরা এখনও পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে একাধিক টিম মাঠে নামে। অভিযানে রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, মুনাফার শর্তে ভিকটিমকে ৩৫ হাজার টাকা দিয়েছিল। কিন্তু সাত-আট মাসেও টাকা ফেরত না পাওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে রাজন্ত গাছের ডাল দিয়ে অমন্ত সেনের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ টেনে নিয়ে পার্শ্ববর্তী তারাছা খালে ভাসিয়ে দেয়া হয়।
পুলিশ সুপার শহীদুল্লাহ কাউছার বলেন, “অর্থ লেনদেন নিয়ে বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে। আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে অমন্ত সেন তঞ্চঙ্গ্যাকে হত্যা করা হয়। দুইদিন পর সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।


