রোয়াংছড়িতে নিখোঁজ অমন্ত সেনের মরদেহ উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়িতে নিখোঁজ হওয়ার দুই দিন পর অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে রোয়াংছড়ি পৌরসভার ক্যাচিংঘাটা নদীর ঘাট থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
উদ্ধার হওয়া অমন্ত সেন আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাটিং ঝিড়ি এলাকার ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার রাতে ইজিবাইকটি রোয়াংছড়ি বাসস্টেশনে রেখে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন সকাল থেকে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও তাঁর খোঁজ মেলেনি। অবশেষে মঙ্গলবার রাতে স্থানীয়রা নদীর ঘাটে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। স্থানীয়দের দাবি, মরদেহের চোখ দুটি তুলে ফেলা হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুব্র মুখর চৌধুরী জানান, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এটি হত্যা নাকি অন্য কিছু, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”






