কাপ্তাইরাঙামাটি

কাপ্তাই হ্রদে মিলল জেলের লাশ

রাঙামাটির বরকলে কাপ্তাই হ্রদের মো: তারেক (২০) নামে একজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ১নং সুবলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাপ্তাই হ্রদের কাট্টলী বাজার সংলগ্ন মহালছড়ি এলাকা থেকেন্তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।

নিহত তারেক (২০) চট্টগ্রামের বাঁশখালি উপজেলার মনকিরচর ইউনিয়নের শীলকুপ গ্রামের মোঃ মনজুর আহমেদের ছেলে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, কাট্টলী বাজার সংলগ্ন এলাকায় মো: তারেক (২০) নামে একজন জেলে মাছ খুজতে গিয়ে নিখোঁজ হন। খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ডুবুরি দল এসে জেলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের উদ্ধারকারী সদস্য মো: নাজিম উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে যায়। ঘন্টা খানিক খোঁজাখুজির পর সকাল ১০টা ১০ মিনিটে নিখোঁজের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধার কাজ শেষে বরকল থানা কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে জানান, সুবলং ইউনিয়নের কাট্টলী বিলের মহালছড়ি এলাকায় মো: তারেক (২০) নামে একজন জেলের লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Back to top button