রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত
রুমা প্রতিনিধি (বান্দরবান প্রতিনিধি): বান্দরবানের রুমা উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই গুরুতর শিক্ষক সংকটে ভুগছে। অনুমোদিত ১১টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৫ জন। বিশেষ করে ইংরেজি, জীববিজ্ঞান, ভূগোল, শারীরিক শিক্ষা, কৃষি ও পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক অনুপস্থিত থাকায় প্রতিদিনের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৭৫ জন। অষ্টম শ্রেণির শিক্ষার্থী হ্লাসিংমং মারমা ও সুম্মিতা জানান, “নির্দিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় ক্লাস নিয়মিত হয় না। এতে পরীক্ষার প্রস্তুতিতে আমরা পিছিয়ে যাচ্ছি। বিগত এসএসসি পরীক্ষার খারাপ ফলাফলের মূল কারণ শিক্ষক সংকট।” সপ্তম শ্রেণির শিক্ষার্থী বাবলি বড়ুয়া যোগ করেন, “শিক্ষক না থাকলে পড়াশোনায় মনোযোগ থাকে না, বাড়ির কাজও ঠিকমতো দেওয়া হয় না।”
এক অভিভাবক বলেন, “সন্তানদের মানসম্মত শিক্ষা পাওয়ার আশায় আমরা সরকারি বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। কিন্তু শিক্ষক সংকটের কারণে কাঙ্ক্ষিত শিক্ষা মিলছে না। এতে আমরা হতাশ।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ বলেন, “বিজ্ঞান ও ইংরেজি শিক্ষক না থাকায় শিক্ষাদান ব্যাহত হচ্ছে। মাত্র কয়েকজন শিক্ষক দিয়ে সব বিষয় পড়ানো সম্ভব নয়। এ কারণে গত ৬-৭ বছর এসএসসি পরীক্ষার ফলাফল দুর্বল হয়েছে।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল কান্তি দেব বলেন, “মাত্র ৫ জন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয় চালানো দুঃসাধ্য। অফিস ও পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। শিক্ষা অধিদপ্তরে বারবার আবেদন করা হলেও সমাধান হয়নি।”
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, “শিক্ষক সংকট নিরসনের জন্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। শীঘ্রই নতুন শিক্ষক পদায়ন হবে। এছাড়া অনুপস্থিত বিষয়গুলোর ক্লাস নেওয়ার জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সহায়তাও নেওয়া হচ্ছে।”






