রাজস্থলীপাহাড়ের রাজনীতি

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি।। রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মংঞো মারমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করা হবে।

ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা বলেন, “দলকে সুসংগঠিত করতে এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য আমরা এই সদস্য সংগ্রহ কার্যক্রম চালু করেছি। জনগণের সাথে থেকে আমরা সবসময় তাদের অধিকার আদায়ে কাজ করব।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞো মারমা বলেন, “আজকের এই কর্মসূচি শুধু সদস্য সংগ্রহ নয়, বরং আমাদের দলকে নতুনভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। তরুণ প্রজন্মকে যুক্ত করেই আমরা গণতন্ত্রের আন্দোলনকে আরও বেগবান করব।”

Related Articles

Back to top button