আলিকদমপ্রধান খবরশিক্ষা

দূর্গম স্কুলে অনুপস্থিত শিক্ষক, শিক্ষা বঞ্চিত শিশুরা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকায় জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা নিয়মিত উপস্থিত না থেকেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন—এমন অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্থানীয় কারবারি ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

দোছড়ি এলাকার স্থানীয় কারবারি মংপং ম্রো, মেনক ম্রো, রেংরই ম্রো, মাংক্রাত ম্রো, লক্ষিমনি কারবারি, ববিরত কারবারি বলেন, “আমাদের দূর্গম এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকরা মাসের শেষে হাজিরা খাতা আর বেতন খাতায় স্বাক্ষর করতে আসেন, কিন্তু নিয়মিত ক্লাস নেন না। এতে করে কোমলমতি শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।”

বিজয় ত্রিপুরা, বদলই ম্রো, হাজিরাং ত্রিপুরা, চংলক ম্রোসহ একাধিক গ্রামবাসী অভিযোগ করেন, মেনকিউ মেনক পাড়া, রুইপা রামজুপাড়া, পায়াপাড়া, পারাও পাড়া, খিদুপাড়া, ডর মেনরাইপাড়া, রাইতুমনিপাড়া, রাংলাই দাংলিপাড়া, কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বছরের পর বছর ধরে শিক্ষকরা নিয়মিত পাঠদান করছেন না। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের অনেককেই চিনতে পর্যন্ত পারে না।

৪ নং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, “বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস না হওয়ায় কোমলমতি শিশুরা ঝরে পড়ছে এবং সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।”

আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, “আমি কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি। যদি অভিযোগ সত্য হয় তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বান্দরবানের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খানও অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Related Articles

Back to top button