বান্দরবান সদরপ্রধান খবর

সাতদিন পর মুক্তিপণের বিনিময়ে দুই শ্রমিক মুক্ত

বান্দরবানের এএইচএন ইটভাটা থেকে অপহৃত দুই শ্রমিককে মুক্তিপণের ১৪ লাখ টাকা পরিশোধের পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

অপহৃতরা হলেন— তপন দাশ (৬৫), তিনি আমিরাবাদ সুখছড়ি এলাকার বাসিন্দা এবং জয় নাথ (৫৫), তিনি বালাঘাটা এলাকার বাসিন্দা। তারা উভয়ই এএইচএন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

গতকাল বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের কানা পাড়া এলাকার গভীর জঙ্গলে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে গত ৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামার পাড়া এলাকায় ইটভাটা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র অপহরণকারীরা।

সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা জানান, “শ্রমিকদের মুক্তির খবর পেয়েছি। মুক্তিপণ হিসেবে প্রায় ১৪ লাখ টাকা দিতে হয়েছে বলে শুনেছি।”

এএইচএন ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছও বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তিপণ দেওয়ার পর অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দিয়েছে।

অপহরণের পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Related Articles

Back to top button