রাঙামাটি সদরস্বাস্থ্য পরামর্শ

চিকিৎসকরা মানুষকে সেবা দিয়ে বাঁচিয়ে তোলেন: চেয়ারম্যান কৃষিবিদ কাজল

“চিকিৎসকরা ঈশ্বরের কাজ করেন, কারণ তারা মানুষকে সেবা দিয়ে বাঁচিয়ে তোলেন”— মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “আপনারা যারা দুর্গম এলাকায় কর্মরত থেকে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখছেন, তাঁদের অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করতে হয়। মনে রাখবেন, আপনারা মহান পেশায় নিয়োজিত রয়েছেন।”

সভা শেষে অতিথিদের নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। পরবর্তীতে নবনির্মিত ভবনটি পরিদর্শন করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে, মেডিকেল অফিসার ডা. প্রতীক সেনসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button