পাহাড়ের রাজনীতিপ্রধান খবর

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

দুপুর ১২টায় চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রঙিন পোশাক, হাতে প্ল্যাকার্ড ও ধানের শীষের প্রতীক নিয়ে জেলার বিভিন্ন এলাকার নারীরা এতে অংশ নেন। পাহাড়ি নারীরা ঐতিহ্যবাহী পোশাক ও বিশেষ অলংকার পরে র‌্যালিকে আরও বর্ণাঢ্য করে তোলে।

র‍্যালিতে ঐতিহ্যবাহী ঢোল-ঢাকের সঙ্গে মারমা সংস্কৃতির প্রদর্শনীও যুক্ত হয়। বাংলাদেশ মারমা কল্যাণ সমিতি তাদের জেলা শাখার সভাপতি আওয়াং মারমা ও সম্পাদক বুলুসু মারমার নেতৃত্বে অংশ নেয়।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহিলা দলের সভানেত্রী কোহেলী দেওয়ানসহ অন্যান্য নেতাকর্মীরা।

Related Articles

Back to top button