বান্দরবান সদর

বান্দরবানে ওয়াব্রাইং পাড়াকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা

বান্দরবানে ওয়াব্রাইং পাড়াকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর ) বান্দরবান সদর উপজেলার ৬নং জামছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওয়াব্রাইং পাড়ায় “পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম–গ্রাউস ও জামছড়ি ইউনিয়ন পরিষদ। সহযোগিতা প্রদান করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার উপ-পরিচালক এম. এম শাহ্ নেয়াজ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক তৌফিক আহমেদ নুর।

সভাপতিত্ব করেন ৬নং জামছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য সেমপ্রু মারমা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সদর এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উসাইমং মারমা, পরিবেশবান্ধব গ্রাম বাস্তবায়ন দলের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন—পরিবেশ রক্ষায় মাটি, পানি ও বায়ুর যথাযথ যত্ন নিতে হবে। এজন্য পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ, বাড়ির আঙিনায় সবজি চাষ, জৈব সার উৎপাদন ও ব্যবহার, প্লাস্টিক পণ্যের ব্যবহার হ্রাস, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার এবং নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় অতিথিদের উপস্থিতিতে ওয়াব্রাইং পাড়াকে আনুষ্ঠানিকভাবে “পরিবেশ বান্ধব গ্রাম” হিসেবে ঘোষণা করা হয়।

বক্তারা আরও বলেন, শুধু ওয়াব্রাইং পাড়া নয়, জামছড়ি ইউনিয়নের সব গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

Related Articles

Back to top button