খাগড়াছড়িতে বিনা ধান-১৯ নিয়ে শস্যকর্তন ও মাঠ দিবস
“কৃষিই সমৃদ্ধি”— এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো শস্যকর্তন ও মাঠ দিবস।
রবিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের যাদুরাম পাড়ায় এ আয়োজনে বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন উচ্চ ফলনশীল আউশ ধান বিনা ধান-১৯ এর চাষাবাদ সম্প্রসারণ ও প্রচারের গুরুত্ব তুলে ধরা হয়।
বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. বাছিরুল আলম এবং সঞ্চালনায় ছিলেন বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অং সিং হ্লা মারমা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রিগ্যান গুপ্ত।
বক্তারা জানান, বিনা ধান-১৯ কম সময়ে বেশি ফলন দিতে সক্ষম, যা কৃষকদের আয় বাড়িয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। মাঠ দিবসে অংশ নেওয়া কৃষক-কৃষাণীরাও মাঠে সরাসরি ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ তাদের কৃষি কাজে নতুন উদ্দীপনা যোগাবে বলে মন্তব্য করেন।