বান্দরবানে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি শক্তিশালীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর
বান্দরবানে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি শক্তিশালীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ সেপ্টেম্বর ) বান্দরবান সদর উপজেলার উজানী পাড়ার ত্রিপুরা কল্যাণ সংসদ হল রুমে অনুষ্ঠিত হলো ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিকে অধিকতর শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।
বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম-গ্রাউস, রাজবিলা ও জামছড়ি ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাউসের ডেপুটি ডিরেক্টর চিন্ময় মুরুং।
উপস্থিত ছিলেন ৬নং জামছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা, গ্রাউসের ডেপুটি ডিরেক্টর চিন্ময় মুরুং, বান্দরবান সদর এরিয়া (বিএসএপি) প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উসাইমং মারমা এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সরকারি গেজেট অনুযায়ী ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৬টি কমিটিকে নিয়ে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন সংশ্লিষ্ট দুই ইউনিয়নের চেয়ারম্যান।
গ্রাউসের ডিপুটি ডিরেক্টর চিন্ময় মুরুং বলেন, এই কমিটিগুলোকে আরো শক্তিশালী করে তুলতে পারলে কমিউনিটির মানুষ মানসম্মত সেবা পাবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে রাজবিলা ও জামছড়ি ইউনিয়নের মোট ৩ হাজার ৩৬৮টি পরিবার উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, উন্নয়ন সংগঠন এবং সাধারণ জনগণকে আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
গঠিত ৬টি কমিটি হলো—
১) শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি
২) কৃষি, মৎস্য, পশুসম্পদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটি
৩) জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক স্থায়ী কমিটি
৪) স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক স্থায়ী কমিটি
৫) সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটি
৬) পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ক স্থায়ী কমিটি