রাজস্থলী

রাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করল সেনাবাহিনী

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের পাহাড়ি এলাকা বিমাছড়া পাড়ায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন।

রবিবার (৭ সেপ্টেম্বর) কাপ্তাই জোনের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় পাহাড়চূড়ায় বসবাসরত তঞ্চঙ্গা গোত্রভুক্ত ২০ পরিবারের ১২৯ জনের জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়। বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে সমতল থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

উদ্যোগটির শুভ উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ মশিউর রহমান। এসময় রাজস্থলী ক্যাম্প কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বিশুদ্ধ পানির অভাবে তারা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজই করছে না, বরং পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”

এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, শিশুদের খেলাধুলার সামগ্রী এবং পার্শ্ববর্তী হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়।

Related Articles

Back to top button