স্বাস্থ্য পরামর্শরাজস্থলী

রাজস্থলীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুর্গম এলাকার হেডম্যান ও কারবারিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান।

বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাহাড়ি দুর্গম এলাকায় এ রোগ প্রতিরোধে সরকারের টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি সফল করতে স্থানীয় হেডম্যান ও কারবারিরা জনগণের মাঝে সচেতনতা ছড়িয়ে দেবেন এবং টিকা গ্রহণে উৎসাহিত করবেন।

সভায় স্বাস্থ্যকর্মীরা টাইফয়েডের কারণ, প্রতিরোধ ও টিকাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তারা জানান, টাইফয়েডে আক্রান্ত হলে উচ্চ জ্বর, মাথাব্যথা, দুর্বলতা ও দীর্ঘমেয়াদি জটিলতা দেখা দেয়। তাই সময়মতো টিকা গ্রহণ ছাড়া বিকল্প নেই।

সভায় আরও জানানো হয়, শিগগিরই উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় ধাপে ধাপে টাইফয়েড টিকাদান কর্মসূচি চালু হবে। এতে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা বিনামূল্যে টিকা নিতে পারবেন।

স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারিরা স্বাস্থ্য বিভাগকে সহযোগিতার আশ্বাস দেন এবং জনগণকে টিকা নিতে উৎসাহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ডা. নওশাদ খান বলেন, “টাইফয়েড প্রতিরোধে টিকাদান অত্যন্ত কার্যকর। আমরা চাই রাজস্থলীর প্রতিটি মানুষ এই টিকা গ্রহণ করে সুস্থ ও নিরাপদ থাকুক।”

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগ ও স্থানীয় সহযোগিতায় রাজস্থলী উপজেলাকে শিগগিরই টাইফয়েডমুক্ত করা সম্ভব হবে।

Related Articles

Back to top button