বান্দরবান সদরপ্রধান খবর

বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক কমিটি থেকে দুই সদস্যের পদত্যাগ

বান্দরবানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত এডহক কমিটি থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। তাঁরা গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। এ ছাড়া কমিটির আরও কয়েকজন সদস্যও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

রবিবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি এডহক কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাইয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন ভাইস চেয়ারম্যান মো. মুজিবুর রশীদ ও সদস্য উম্মে কুলসুম সুলতানা লীনা।

জানা গেছে, গত ৩১ আগস্ট বান্দরবান ইউনিটের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। তবে কারও মতামত না নিয়েই ‘ভুতুরে’ এই কমিটি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে কমিটি বাতিল করে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান অনেক সদস্য।

পদত্যাগকারী দুই সদস্য অভিযোগ করে বলেন, “রেড ক্রিসেন্টের এডহক কমিটি গঠন করা হয়েছে আমাদের অগোচরে। ফ্যাসিবাদের আমলে আজীবন সদস্যদের মতামতও নেওয়া হয়নি। আমরা চাই নির্বাচনই হোক কমিটি গঠনের একমাত্র পথ।”

এ বিষয়ে কমিটির সভাপতি থানজামা লুসাই বলেন, “পদাধিকারবলে আমাকে সভাপতি করা হয়েছে, অথচ আমি নিজেও জানতাম না। কে বা কারা এই কমিটি গঠন করেছে তা আমার অজানা। আমিও চাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠিত হোক।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। শিগগিরই আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button