রুমা

রুমায় বর্ণিল আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন

উবাসিং মারমা, রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার চিবোংদাক পাড়ার বৌদ্ধ বিহারে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে পবিত্র মধু পূর্ণিমা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে নারী-পুরুষ ভক্তরা বিহারে সমবেত হয়ে ভক্তিভরে সংঘ দান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান ও মধু দানসহ নানা দানকার্যে অংশ নেন। পরে আবাসিক ভিক্ষু ও ভান্তেরা বিশ্বশান্তি ও সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।

বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ্বাস, ভাদ্র মাসের এই পূর্ণিমার দিনে একদল হাতি ফলমূল ও এক বানর মৌচাক থেকে সংগৃহীত মধু গৌতম বুদ্ধকে দান করেছিল। সেই ঘটনার স্মরণে প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমায় মধু পূর্ণিমা পালিত হয়।

বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হিসেবে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্র মাসের পূর্ণিমায় পালিত হওয়ায় অনেকে একে ভাদ্র পূর্ণিমা নামেও অভিহিত করে থাকেন।

এ উপলক্ষে রুমার বিভিন্ন বিহারে দিনভর ধর্মীয় কর্মসূচি, দানকার্য ও প্রার্থনার আয়োজন করা হয়।

থানাপাড়া এলাকার ভক্ত ঞোহ্লামং মারমা বলেন, “মধু পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য। এই দিনে দান করার মাধ্যমে আমরা বুদ্ধের উপদেশ স্মরণ করি এবং মানুষের মঙ্গল কামনা করি।”

স্থানীয় ভক্ত চসিং মারমা বলেন, “প্রতি বছর আমরা পরিবার-পরিজন নিয়ে বিহারে আসি। দান ও প্রার্থনার মাধ্যমে মনকে শান্তি দেয়ার চেষ্টা করি।”

এক নারী ভক্ত হ্লা মা চিং মারমা বলেন, “ভাদ্র পূর্ণিমা বা মধু পূর্ণিমা আমাদের জন্য বিশেষ দিন। আমরা চাই সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় থাকুক।”

Related Articles

Back to top button