রাজস্থলী

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান মধু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার, আরণ্যক কুটির ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তরা পরিবার-পরিজনসহ সমবেত হয়ে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে ছিল—বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, সূত্রপাঠ, দান-ধ্যান, ধর্মীয় আলোচনা ও প্রদীপ প্রজ্জ্বলন। ভক্তরা শুদ্ধাচার মেনে ফল, ফুল, খাদ্য ও মধু দান করেন। নারী ও শিশুদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিক্ষুরা বুদ্ধের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন ও ধর্মদেশনা প্রদান করেন। বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রভু বুদ্ধের জীবদ্দশায় প্রথমবার ভক্তরা একত্রিত হয়ে তাঁকে মধু দান করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমায় পালিত হয় মধু পূর্ণিমা।

রাজস্থলীর বাঙালহালিয়া, ঘিলাছড়ি, গাইন্দ্যা ও সদর এলাকার বিভিন্ন বিহারে পূজা-অর্চনার পাশাপাশি আলোচনায় বক্তারা বলেন, মধু পূর্ণিমা মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক। সমাজে সাম্য ও সম্প্রীতি বজায় রাখতে বুদ্ধের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্ব দেন তারা।

সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। তবে রাত অবধি ভক্তরা বিহার আঙিনায় অবস্থান করে ভক্তিগীতি পরিবেশন করেন।

প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে পালিত এই মধু পূর্ণিমা উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে গভীর আনন্দ ও ভক্তির আবহ ছড়িয়ে দেয়।

Related Articles

Back to top button